যে কারণে পিএসজি থেকে বাদ এমবাপ্পে!
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে পিএসজি আদতে কী ভাবছে, তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে দিন দিন। ফরাসি ক্লাবটিতে সুখে নেই এমবাপ্পে, সেটি এখন দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু, তাকে নিয়ে পিএসজির ভাবনার কোনো কূল কিনারা স্পষ্ট হচ্ছে না। শুক্রবার (২১ জুলাই) এমবাপ্পেকে ১০ বছরের চুক্তিতে এক বিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছিল পিএসজি। এর একদিন পরই দলটির প্রাক-মৌসুম এশিয়া সফরের দল থেকে বাদ পড়লেন এমবাপ্পে।
আসন্ন প্রাক-মৌসুম ফুটবলে এশিয়ায় একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে পিএসজি। জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় প্রীতি ম্যাচগুলোর স্কোয়াড থেকে আজ শনিবার (২২ জুলাই) এমবাপ্পেকে বাদ দিয়েছে ফরাসি ক্লাবটি। এতে শুরু হয়েছে পুরোনো গুঞ্জন। এমবাপ্পেকে কি বিক্রি করে দেবে প্যারিসিয়ানরা?
আজ প্রকাশিত গোল ডটকমের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমবাপ্পেকে প্রাক-মৌসুমের প্রস্তুতি পর্ব থেকে বাদ দেওয়ার সম্ভাব্য কারণ। সেখানে বলা হয়, এমবাপ্পেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে তাকে একটি বার্তা দিল পিএসজি। তাকে বিক্রি করে দেওয়ার যে বিষয়টি নিয়মিত সামনে আসছে এবং তার ব্যাপারে ক্লাবও যে বেশ শক্ত অবস্থানে আছে সেটিই বুঝিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ, এমবাপ্পে যদি ক্লাবের নিয়ম ভাঙে, ক্লাব যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
জুলাইয়ের প্রথম সপ্তাহে ফ্রান্স ফুটবল সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে নিয়ে নেতিকবাচক মন্তব্য করেন এমবাপ্পে। সেসব মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পিএসজির ছয়জন ফুটবলার অভিযোগ দায়ের করে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বরাবর চিঠি দেন। মূলত, অবমাননার অভিযোগ আনেন খেলোয়াড়েরা। কারণ, ক্লাবকে ছোট করা মানে খেলোয়াড়দেরও ছোট করা। এরপর থেকে পিএসজি-এমবাপ্পে সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেয়।