জনগণের আস্থা প্রমাণে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
মানিকগঞ্জে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতকে জনগণের আস্থা ও শক্তি প্রমাণে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোবাবার (২৩ জুলাই) সন্ধ্যায় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।
বিএনপি কে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আসুন ভোটের মাধ্যমে আপনারা পরীক্ষা করে দেখুন, আপনাদের জনপ্রিয়তা কতটুকু।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কারও কাছে হাত পাতে না বরং অন্য দেশকে লোন দিয়ে থাকে, সাহায্য করে থাকে, খাদ্য দিয়ে সহযোগিতা করে। আপনারা আওয়ামী লীগকে হুমকি দেন। আওয়ামী লীগ কোন ছোট সংগঠন নয়। শেখ হাসিনা হিমালয়ের মতো হয়ে দাঁড়িয়ে আছেন, আওয়ামী লীগ দুর্বল নয়।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে। দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মেট্রোরেল, পদ্মা সেতুসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।’
বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কোনো পথ খোলা নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জনগণের জন্য ৩৫ কোটি ভ্যাকসিন দিয়েছি। যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। প্রত্যেকটা ভ্যাকসিন দেশের মানুষকে প্রধানমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এর জন্য একটা পয়সাও জনগণের কাছ থেকে নেওয়া হয়নি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাদেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব লীগ, মহিলা যুব লীগ ও জেলা ছাত্র লীগের সভাপতিরা।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।