আ.লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের শঙ্কা নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৭ তারিখে বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সংঘাতের শঙ্কা নেই। কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দিবে আওয়ামী লীগ সরকার। তবে, আন্দোলনের নামে বিএনপির লাঠিসোটা বা পিকনিক পার্টি আগেও করেছে।
আজ সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক উপকমিটির পরিচিতি সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না। ছাত্ররাজনীতির সৌন্দর্য, গ্ল্যামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সজীব ওয়াজেদ জয় নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নিরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন। কিছু ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতায় বসেছেন নানা কৌশলে তারমধ্যে বঙ্গবন্ধু বা শেখ হাসিনা ছাড়া আর কে দেশ নিয়ে ভেবেছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গত ৪৮ বছরে একটি সাফল্যের নাম শেখ হাসিনা; যার প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের পরিমাণ ছিল সর্বোচ্চ। বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। দেশের জন্য সঠিক কাজগুলো করেছেন শেখ হাসিনা। এজন্য দেশের ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনাকে সমর্থন করে। আওয়ামী লীগের শক্তিই হলো জনগণ।’
উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।