সব পাকিস্তানিকে ভিক্ষার বাটি ফেলে দিতে হবে : সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনীর বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতা দূর করতে দেশকে স্বনির্ভর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) বোর্ড অর্থ সংকটে পড়া দেশটির জন্য ৩০০ কোটি ডলার জরুরি ঋণের (বেলআউট) অনুমোদন দিয়েছে। জিও নিউজের বরাতে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার (২৪ জুলাই) খানওয়াল মডেল এগ্রিকালচার ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তানিরা একটি গর্বিত, উদ্যমী ও প্রতিভাবান জাতি। সব পাকিস্তানিকে অবশ্যই ভিক্ষার বাটি ফেলে দিতে হবে।’
পাকিস্তান চীনের কাছ থেকে আবারও ঋণ পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি বলেছেন, পাকিস্তান আইএমএফের সঙ্গে চুক্তির পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য মিত্র চীন থেকে অতিরিক্ত ৬০ কোটি মার্কিন ডলার ঋণ পাচ্ছে।
জিও নিউজ অনুসারে, জুলাই মাসে পাকিস্তান সরকারের ঋণ ২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে, যার মধ্যে চীনের কাছ থেকে ২ দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার নন-গ্যারান্টেড (অনিশ্চিত) ঋণ রয়েছে।
সেনাপ্রধান আরও বলেন, ‘আল্লাহ পাকিস্তানকে সবকিছু দিয়েছেন এবং বিশ্বের কোনো শক্তি দেশের অগ্রগতি ঠেকাতে পারবে না। একটি রাষ্ট্র মায়ের মতো এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ভালোবাসা ও শ্রদ্ধার। নিরাপত্তা ও অর্থনীতি একে অপরের সাথে জড়িত এবং অপরিহার্য।’
সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনী জাতির সেবা করতে পেরে গর্বিত। সামরিক বাহিনী জনগণের কাছ থেকে শক্তি অর্জন করেছে এবং একে অপরের পরিপূরক।
জেনারেল মুনির প্রতিশ্রুতি দেন, পাকিস্তানকে বিরাজমান সংকট থেকে বের না করা পর্যন্ত সামরিক বাহিনী বিশ্রাম নেবে না।
মডেল খামার সম্পর্কে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, দেশে কৃষি বিপ্লব হবে। ক্ষুদ্র কৃষকদের উপকার করতে এবং চাষাবাদের সুযোগ ছড়িয়ে দিতে সারা দেশে আধুনিক মানের মডেল খামার স্থাপন করা হবে।