বিশ্বকাপ দলে থাকবেন কি মাহমুদউল্লাহ? যা জানালেন মাশরাফী
আর ৭১ দিনের অপেক্ষা, এর পরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো ব্যস্ত নিজেদের সেরা কম্বিনেশনের খোঁজে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিশ্বকাপ দলে কারা থাকবেন, সেই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
আজ বুধবার (২৬ জুলাই) রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে কথা বলেন মাশরাফী। মাহমুদউল্লাহ ছাড়াও তামিম ও বিশ্বকাপে নিজের মেন্টর থাকা প্রসঙ্গেও কথা বলেন এই ক্রিকেটার।
এসময় মাশরাফী বলেন, ‘আমরা সবাই জানি যে রিয়াদ একজন যোদ্ধা; দেশের জন্য অনেক অবদান তাঁর। ৭ নম্বর পজিশনে কে কেমন করছে সেটা আমাদের চেয়ে কোচরাই ভালো বলতে পারবেন। কাকে নেওয়া উচিত সেটা তারাই কিন্তু ভালো জানেন। যেই প্লেয়ারকেই নেওয়া হোক না কেন, সে যে বিশ্বকাপে ভালো করবে, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। যাকেই নিবে, সে যেন পারফর্ম করে। এটাই কিন্তু আমাদের প্রত্যাশা।’
মাশরাফী আরও যোগ করেন, ‘অতীত অভিজ্ঞতা বিবেচনায় রিয়াদ ভালো পারফর্মার। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে সে নিজেকে প্রমাণ করেছে। সেই বিষয়টিও হয়তো প্রধান কোচ-অধিনায়ক তারা আমলে নেবেন। সবকিছু চিন্তা করেই হয়তো সেরা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা মনে রাখতে হবে, যে সুযোগ পাবে তাকে কিন্তু ভারতের মাটিতে পারফর্ম করতে হবে।’
যদিও সম্প্রতি গণমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই অভিজ্ঞ ক্রিকেটারের বিশ্বকাপ দলে থাকা প্রসঙ্গে তেমন ইতিবাচক কোনো আভাস দেননি। ধারণা করা হচ্ছে এশিয়া কাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হবে, তাতে রিয়াদকে রাখা হতে পারে।