রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড়
রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার (২৭ জুলাই)। বিএনপি চায়, আগামীকাল রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে। এ সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করছে দলটি।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে ডিএমপি গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ নয়াপল্টনে হোটেল মিডওয়েতে অভিযান চালায়। এ হোটেলে অভিযান চালিয়ে মোট ৪৭ জনকে আটক করা হয়।
ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ এনটিভি অনলাইনকে বলেন, ওই হোটেল থেকে ৪৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া এ বিভাগ থেকে মোট ৫৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে ডিএমপির কয়েকটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোন কল করা হলে তাঁরা জানান, সংশ্লিষ্ট থানা থেকে যাদের আটক করা হয়েছে, তাদের তথ্য ডিএমপির জনসংযোগ শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে, জনসংযোগ শাখায় যোগাযোগ করে এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ডিএমপির ডিবির আরেকজন ডিসি নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ডিবির মোট ৮ বিভাগের প্রতিটি বিভাগ থেকে অন্তত ১০ জন করে আটক করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির অধিকাংশ থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। এসব অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত অনেককে আটক করা হয়েছে। তবে, সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না। মঙ্গলবার রাতে গ্রেপ্তার ৭৫ জন বিএনপির নেতা-কর্মীকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।