প্রথম বিদেশি লিগেই বাজিমাত, উইকেট শিকারে শীর্ষে তাসকিন
প্রথমবারের মতো জিম অ্যাফ্রো টি-টেনে খেলছেন পেসার তাসকিন আহমেদ। নিজেরর প্রথম বিদেশি লিগেই তাসকিন আহমেদ দ্যুতি ছড়াচ্ছেন। প্রতি ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলের জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরইমধ্যে উঠে এসেছেন উইকেট শিকারীর তালিকার শীর্ষে।
টি-টেনের চলতি আসরটা স্মরণীয় হয়ে থাকল তাসকিন আহমেদের জন্য। তার এমন অসাধারণ পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই যে, প্রথমবারের মতো বিদেশি লিগে খেলছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। এরমধ্যে বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠে নেমে শিকার করেছেন ১১টি উইকেট।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ডারবান কালার্ন্দার্সের বিপক্ষে ম্যাচে অসাধারণ বোলিং করেছেন তাসকিন। ২ ওভারে মাত্র ২০ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। এমন বোলিংয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে উইকেট শিকারীর তালিকায় এখন শীর্ষে তাসকিন। গতকাল কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে ম্যাচেও জোড়া উইকেট পেয়েছেন তিনি।
বিদেশি লিগে তাসকিনের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্যও স্বস্তিদায়ক। কেননা সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট। এর ঠিক আগে তাসকিনের এমন অবিশ্বাস্য ফর্ম বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা।
এদিকে, টি-টেনের পর লঙ্কান প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। তবে বোর্ডের কাছে ছাড়পত্রের জন্য আবেদন করেও পাননি। বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবি।