সৌদিতে দুর্দান্ত অভিষেক বেনজেমার
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পাট চুকিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা। আল-ইত্তিহাদের জার্সি গায়ে আজ শুক্রবার (২৮ জুলাই) অভিষেক গেল ব্যালন ডি’অর জয়ী ফরাসি এই তারকার।
কিং সালমান ক্লাব কাপে তিউনিসিয়ান ক্লাব ইএস তিউনিসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে গোল করে এবং করিয়ে দলের জয়ে অবদান রাখলেন বেনজেমা। ফরাসি তারকার অভিষেক রাঙানো ম্যাচে আল-ইত্তিহাদ পায় ২-১ গোলের জয়।
ম্যাচে প্রথম গোলটা করে তিউনিসই। ২৬ মিনিটে তারা এগিয়ে গেলে ৩৫ মিনিটে সমতা ফেরায় আল-ইত্তিহাদ। ৩৫ মিনিটে হামেদাল্লাহর করা গোলের রূপকার ছিলেন বেনজেমা। এতে ১-১ সমতা নিয়ে বিরতিতে যেতে পারে প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে বেনজেমার জাদু দেখতে পায় দর্শকরা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল নিয়ে বাম প্রান্ত ধরে এগিয়ে যান বেনজেমা। ডি বক্সের ঠিক বাইরের কর্ণার থেকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের ফাঁক গলে শট নেন তিনি। বেনজেমার সেই শট বাঁচানোর সাধ্য ছিল না তিউনিস গোলরক্ষকের।
বেনজেমার ওই গোলে এগিয়ে যায় আল-ইত্তিহাদ। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ম্যাচজয়ী গোল। বেনজেমার পাশাপাশি এদিন মাঠে নামেন চেলসি থেকে এই মৌসুমেই আল-ইত্তহাদে নাম লেখানো এনগোলো কান্তে।
ম্যাচ শেষে অভিষেক নিয়ে সস্তুষ্টি প্রকাশ করে নিজের ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন বেনজেমা।