টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল পাপুয়া নিউগিনি
পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল পাপুয়া নিউগিনি। এ অঞ্চলের বাছাই পর্বে আজ ফিলিপাইনকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এতে, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে জায়গা করে নিল পাপুয়া নিউগিনি।
পাপুয়া নিউগিনির পোর্ট মর্সবির এমিনি পার্ক মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৯ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি ফিলিপাইন।
পাপুয়া নিউগিনির ইনিংসে ছিল তিনটি অর্ধশতক। টনি উরা ৩১ বলে ৬১, অধিনায়ক আসাদ ভালা ৩৯ বলে ৫৯ এবং চার্লস এমিনি খেলেন ২৭ বলে ৫৩ রানের ইনিংস। তিনজনের ব্যাটে ভর দিয়ে বড় সংগ্রহ পায় দেশটি।
ব্যাটিংয়ের পর বল হাতেও ফিলিপাইনকে রুখে দেয় পাপুয়া নিউগিনির বোলাররা। ফিলিপাইনের পক্ষে ২১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ড্যানিয়েল স্মিথ। কিন্তু, ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই পর্বে পাপুয়া নিউগিনির প্রতিপক্ষ ছিল ফিলিপাইন, জাপান ও ভানুয়াতু। ফিলিপাইন ও ভানুয়াতুকে দুইবার এবং জাপানকে একবার হারিয়েছে তারা। পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট তাদের। আগামীকাল শনিবার (২৯ জুলাই) জাপানের বিপক্ষে নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নামবে পাপুয়া নিউগিনি।