চিকিৎসা নিতে তামিম এখন লন্ডনে, থাকবেন নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘদিন ধরেই ভুগছেন কোমরের চোটে। কোমরের চিকিৎসা করাতে তিনি এখন আছেন লন্ডনে। তামিমের সঙ্গে আছেন বাংলাদশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। আগামী দুইদিন তামিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আজ শুক্রবার (২৮ জুলাই) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
কোমরের চোটের কারণে লন্ডনে একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তামিম। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) তার পিঠের নিচের অংশে ইনজেকশন দেওয়া হয়। এর আগে গত ২৫ জুলাই সার্বিক অবস্থা জানতে এমআরআই করানো হয় তামিমের।
কোমরের ব্যথা নিয়ে গত কয়েক বছর ধরেই খেলে চলেছেন দেশসেরা ওপেনার তামিম। সর্বশেষ দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলেনিন চোটের কারণেই। অনুশীলনেও তাকে বেশ ভুগতে দেখা গেছে। সামনে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে তামিমের সেরে ওঠার জন্য বিসিবি তাকে সবরকম সহায়তা করবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলে গেলেও স্থায়ী চিকিৎসা হচ্ছিল না। এবার তাই স্থায়ী নিরাময় এবং বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে লন্ডনে গেলেন তামিম। বর্তমানে দেড় মাসের ছুটিতে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।