মুশফিকের জোবার্গকে হারিয়ে জিম-আফ্রোর চ্যাম্পিয়ন ডারবান
জিম-আফ্রো টি-টেনের পুরো আসরজুড়ে বেশ ছন্দে ছিলেন মুশফিকুর রহিম। তার দল জোবার্গ বাফেলোস ওঠে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য মুশফিককে একাদশে রাখেনি জোবার্গ। মুশফিকবিহীন জোবার্গ পারেনি শিরোপা জিততে। গতকাল শনিবার (২৯ জুলাই) টি-টেনের ফাইনালে জোবার্গকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স।
আগে ব্যাট করতে নেমে ১০ ওভার শেষে চার উইকেটে ১২৭ রান করে জোবার্গ। জবাবে ৯ ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে ১২৯ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় ডারবান।
জিম্বাবুয়ের হারারেতে টসে হেরে ব্যাটিংয়ে নামা জোবার্গের পক্ষে ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন টম ব্যান্টন। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ১৩ বলে ৩২ রান। আগের ম্যাচে দলকে জেতানো ২৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ইউসুফ পাঠান করেন ১৪ বলে ২৫। সব মিলিয়ে ১২৭ রানে থামে জোবার্গ।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডারবানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান ব্যাটার হজরতুল্লাহ জাজাই। ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন আফগান ব্যাটার জাজাই। টিম সেফার্ট ১৪ বলে ৩০ ও আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ রান করে দারুণ সঙ্গ দেন জাজাইকে।
তিন ব্যাটারের ব্যাটে চড়ে শিরোপার স্বাদ পায় ডারবান কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের মালিকানাধীন এই ডারবান কালান্দার্স।