বার্সার সামনে পাত্তা পেল না রিয়াল
পৃথিবীর অন্য সব ফুটবল ম্যাচের আবেদন একদিকে, এল ক্ল্যাসিকোর উত্তেজনা অন্যদিকে। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও দুদলের লড়াই নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় আজ রোববার (৩০ জুলাই) মুখোমুখি হয় দুই দল। রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব সারতে দুই দলই এখন যুক্তরাষ্ট্রে। সকার চ্যাম্পিয়ন ট্যুরের অংশ হিসেবে টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মাঠে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রীতি ম্যাচের আমেজ ছাপিয়ে বরাবরের মতো তা হয়ে ওঠে আভিজাত্যের লড়াই।
লড়াইয়ে শুরু থেকে রিয়ালকে চাপে রাখে বার্সা। ম্যাচের ১৫ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল করতে পারেনি তারা। অন্যদিকে, লস ব্লাংকোরা গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে আবারও রিয়ালকে তছনছ করে দেয় বার্সা। ৮৫ মিনিটে ফারমিন লোপেজের গোলে ২-০ তে এগিয়ে যায় বার্সা, ৯০ মিনিটে ফেরান তোরেসের গোল এনে দেয় ৩-০ গোলের জয়।
পুরো ম্যাচে আক্রমণ বেশি করেছে রিয়াল মাদ্রিদই। বার্সার তেকাঠিকে লক্ষ্য করে মোট ২৯টি শট নেয় তারা, যার পাঁচটি ছিল অন টার্গেট। কিন্তু, শেষ পরিণতি গোলের দেখা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। যেখানে ১২ শটের মধ্যে সাতটি অন টার্গেট নিয়ে তিনটিকেই গোলে রূপান্তর করে জাভির বার্সেলোনা।