আবারও ছেলের নির্দেশনায় অভিনয় করছেন রাজ্জাক
আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন নায়করাজ রাজ্জাক। তবে কোনো চলচ্চিত্রের জন্য নয়, একটি টেলিছবিতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। টেলিছবিটি পরিচালনা করছেন রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট। ছবিটি প্রযোজনা করছে রাজলক্ষ্মী প্রোডাকশন। ৬ মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে সম্রাট এনটিভি অনলাইনকে বলেন, “টেলিছবিটির নাম দিয়েছি ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’। আমাদের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টেলিছবিটি করছি। এটি কোন টেলিভিশনে প্রচার হবে বা কবে প্রচার করব, সেটা নিয়ে কোনো চিন্তা করিনি। এই টেলিছবিতে আমি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করব। আর আব্বা অভিনয় করবেন আমার বাবার চরিত্রেই।”
নায়করাজকে কোন চরিত্রে দর্শক দেখতে পাবে—জানতে চাইলে সম্রাট বলেন, “মজার একটি গল্প নিয়ে আমরা এই কাজ করব। এর আগে আমরা একসঙ্গে ‘দায়ভার’ টেলিছবিটি বানিয়েছিলাম, অনেক সিরিয়াস একটা ইস্যু নিয়ে। কিন্তু এবার আর কোনো সিরিয়াস বিষয়ে যাচ্ছি না। হাসি-তামাশার মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সময়টা পার করব।”
গল্প নিয়ে সম্রাট যোগ করেন, ‘টেলিছবিতে আমি বর্তমান চেয়ারম্যান আর আমার বাবা এক্স চেয়ারম্যান। আমি কাজের ভেতরেই ব্যস্ত থাকি। আর আমার বাবা আমাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। এভাবেই এগিয়ে যায় গল্প। অনেক বার্তা আছে এই গল্পে। সামাজিক দায় থেকে আমরা এ ধরনের একটা গল্প নিয়ে কাজ করছি। আশা করি, সবার ভালো লাগবে।’
নায়করাজ কেন বাইরের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন না—জানতে চাইলে সম্রাট বলেন, ‘আমরা এর আগের কাজটিও করেছি অনেক ঘরোয়াভাবে। এটাও তাই করতে চাই। আব্বা এখন ভালো আছেন। আমরা চাই না, কোনো ধরনের সমস্যা তৈরি করতে। আমরা পারিবারিকভাবে উনাকে যেভাবে রাখি, শুটিংয়ের সময়ও আমরা সেভাবেই রাখব। তা ছাড়া আমাদের এই কাজগুলোর সঙ্গে তিনি এমনিতেই জড়িয়ে আছেন, কারণ তিনি গল্প তৈরি থেকে প্রতিটি বিষয়েই পরামর্শ দিয়ে থাকেন। যেহেতু সারা জীবন এই কাজই করেছেন, এখনো একই কাজ করছেন, কিন্তু কোনো প্রেশার ছাড়া। যেটা বাইরের প্রোডাকশনে করার সময় সম্ভব নয় বলে আমরা মনে করি।’
গত বছর বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্জাক। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।