ফিফটি হাঁকিয়ে এলপিএলে হৃদয়ের দুর্দান্ত অভিষেক
তাওহিদ হৃদয়—বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে একজন। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত সময়ে হৃদয় দিয়েছেন আস্থার প্রতিদান। নিজেকে গড়ে তুলছেন অপরিহার্য হিসেবে। জাতীয় দলের পাশাপাশি হৃদয় ধারাবাহিকতা ধরে রেখেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও।
আজ রোববার (৩০ জুলাই) লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে হৃদয় দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। শুধু তাই নয় চলতি লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ফিফটি আসলো এই ডানহাতি ব্যাটারের কাছ থেকে। ৩৯ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। তার এমন অসাধারণ ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৩ রান তোলে জাফনা।
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন হৃদয়। জাফনা কিংসের জার্সি গায়ে জড়ালেও হৃদয় ব্যাটিং করেছেন সেই চিরচেনা ভঙ্গিতে। হৃদয়ের এমন ফর্ম নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য স্বস্তির বার্তা দিচ্ছে। কারণ আগামী মাসেই যে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
হৃদয়ের পাশাপাশি এবারের এলপিএলে আরও খেলছেন সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। প্রথম ম্যাচে হৃদয়ের সঙ্গে দেখা যেতে পারত শরিফুলকে। তবে প্রথম ম্যাচের একাদশে এই পেসারকে রাখেনি তার দল কলম্বো স্ট্রাইকার্স।