নারায়ণগঞ্জে পিচ্চি মানিক হত্যায় তিনজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে সালিশের কথা বলে ডেকে নিয়ে সন্ত্রাসী মানিক ওরফে পিচ্চি মানিককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- শরীফ, নাঈম ও শান্ত ওরফে ইয়াকুব আলী।
আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার এমএম মাহমুদ হাসান।
কোম্পানি কমান্ডার আরও জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২৪ জুন রাতে চাঁনমারী মাউরাপট্টি এলাকায় মানিককে সালিশের কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে বন্ধুরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে। মানিকের মৃত্যু নিশ্চিত করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করে র্যাব।