জামালপুরে ছয় বিএনপি-জামায়াতনেতার জামিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জামালপুরে এক সমাবেশে ভীতিকর বক্তব্য দেওয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি-জামায়াতের ছয় নেতার স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক এই আদেশ দেন।
আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে নেতারা হাজির হলে জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারি হারুন আর রশিদের স্থায়ী জামিনের আদেশ দেন।
গত ১৯ মে এক সমাবেশে রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া এবং ২১ মে জামালপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনমনে ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি জামায়াতের সাত নেতার নামে গত ২৩ মে জামালপুর আদালতে মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক বিজন কুমার চন্দ।