সবক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার জনগণের ওপর জুলুম চালাচ্ছে : সালাম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়ে সরকার এখন জোর করে ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক দল ও গণতন্ত্রমনা জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। সবক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার জুলুমের স্টিম রোলার চালাচ্ছে।’
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আনোয়ার খান মেডিকেলে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজমকে দেখতে এসে তিনি এ কথা বলেন।
গত ২৮ জুলাই পুলিশ আশরাফ আলী আজমকে তার লালবাগের বাসা থেকে আটক করতে গেলে তিনি আত্মরক্ষার্থে তিনতলা ছাদ থেকে লাফ দিলে তার কোমর ভেঙে যায়। আজকে বিএনপি নেতা সালাম যখন তাকে দেখতে যান আজম তখনও পুলিশ প্রহরায় ছিলেন।
এ সময় সালাম বলেন, ‘এ সরকার দেউলিয়া হয়ে গেছে। এরা আইনশৃঙ্খলা বাহিনীকে অঙ্গ সংগঠনের কর্মী হিসেবে ব্যবহার করছে। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সম্মিলিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে। নেতাকর্মীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে। আর মামলা হচ্ছে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।’
বিএনপি নেতা সালাম বলেন, ‘যতই অত্যাচার করেন, এ সরকারকে বিদায় নিতেই হবে। ১৫ বছরে অনেক নিপীড়ন সহ্য করেছি। এবার ঘুরে দাঁড়াবার পালা। জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয় না, এবারও হবে না।’
এ সময় ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।