তামিমকে নিয়ে গর্বিত বড় ভাই নাফিস ইকবাল
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে গেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তামিম। তামিমের এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হচ্ছে নানান আলোচনা। তবে, দেশ ও দলের কথা চিন্তা করে নেওয়া তার এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে অধিকাংশ মানুষ।
অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি যদি অধিনায়কত্ব ধরে রাখতাম, সেটা খুবই স্বার্থপরতা হতো। কারণ, সব সময় সবার আগে দল। নতুন যে অধিনায়ক হবে, তাকে আমার তরফ থেকে সর্বোচ্চ সহায়তা করব।’
ছোট ভাই তামিমের উপলব্ধিকে সমর্থন জানিয়েছেন নাফিস ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে দলের ম্যানেজার নাফিস আজ শুক্রবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তামিমকে নিয়ে। সেখানে তিনি লেখেন, ‘ভালো করেছো। সবার আগে ভাবনায় শুধুই দেশ ও দল। তুমি আমাদের আবারও গর্বিত করেছো ভাই।’
তামিম ইকবালের দেশসেরা ওপেনার হয়ে ওঠার পেছনে অন্যতম বড় অবদান নাফিস ইকবালের। বাবার অনুপস্থিতি কখনও বুঝতে দেননি তামিমকে। ভাইয়ের হাত ধরে ক্রিকেটের সবুজ গালিচায় ঘুরে বেড়ানো তামিম সব সময় পাশে পেয়েছেন নাফিস ইকবালকে। এবারও সেটার ব্যতিক্রম হয়নি।