এবার কালীপূজার কারণে বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের অনুরোধ
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে বেশ বিপদেই পড়েছে পাকিস্তান। দেশটির কয়েকটি ভেন্যুতে খেলা নিয়ে এমনেই আপত্তি পাকিস্তানের। তার ওপর পরপর সূচি বদলের ধকল।
সূচি অনুসারে, প্রথমে ভারতের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত প্রথম রাউন্ডের ম্যাচ রাখা হয় ১৫ অক্টোবর। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসবের কারণে সেই সূচি পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়। অর্থাৎ ম্যাচটি হবে ১৪ অক্টোবর।
এবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সূচি নিয়েও বিপাকে বাবার আজমের দল। ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচের সূচিতে বদল আসতে পারে তাদের। এরই মধ্যে বিসিসিআইয়ের কাছে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। খবর ইএসপিএনক্রিকইনফোর।
কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড লিগ পর্বের ম্যাচ হওয়ার কথা ১২ নভেম্বর। কিন্তু একই দিনে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা। বিষয়টি নিয়ে কলকাতার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিএবি।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, একসঙ্গে দুটি বড় আয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষা করতে হিমশিম হবে। তাই বিসিসিআইতে ম্যাচটির সূচি বদলের অনুরোধ করেছে সিএবি। সূচি বদল করে এই ম্যাচটিও এগিয়ে আনার অনুরোধ তাদের। বিসিসিআইয়ের সচিব জয় শাহকে চিঠি দিয়েছে সিএবি। সুতারং সূচি পরিবর্তন হলে, ১১ নভেম্বর মাঠে গড়াবে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ।
ওয়ানডে বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে আগামী ১৯ নভেম্বর।