দুই সন্তান হত্যা, মাকে রিমান্ডে চায় পুলিশ
রাজধানীর বনশ্রীতে দুই সন্তান হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা মাহফুজা মালেক জেসমিনের রিমান্ড চেয়েছে রামপুরা থানার পুলিশ।
আজ শুক্রবার দুপুরে তাঁকে ঢাকা মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুই সন্তানকে কি জেসমিন একাই হত্যা করেছেন, আর তা করে থাকলে পেছনের রহস্য কী, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ওসি আরো জানান, নিহত শিশুদের বাবা আমানুল্লাহ আমান গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রামপুরা থানায় মামলা করেন। মামলার এজাহারে তাঁর স্ত্রী জেসমিনকে একাই আসামি করা হয়েছে।
মামলার এজাহারে জেসমিনের স্বামী উল্লেখ করেন, বনশ্রীতে নিজের দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন অরণী ও আলভীর মা মাহফুজা মালেক জেসমিন। এমনকি সন্তানদের মৃত্যুর বিষয়ে স্বামীর কাছে ভুল তথ্য দিয়েছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ সময় থানা হেফাজতে আসার পরও জেসমিন সুস্থ-স্বাভাবিক আছেন বলে জানায় রামপুরা থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
র্যাবের হাতে আটক হওয়ার পর প্রিয় দুই সন্তান অরণী ও আলভীকে শ্বাসরোধে হত্যা করেন বলে স্বীকার করেন জেসমিন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই এমন কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে একে একে দুই সন্তানকে হত্যা করার পর তারা অসুস্থ এমন কথা বলে হাসপাতালে পাঠান মা জেসমিন আক্তার। ময়নাতদন্তের আগেই দ্রুত স্বামীকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুরে চলে যান মাহফুজা। ময়নাতদন্তের প্রতিবেদনে দুই শিশুকে আঘাত করে হত্যা করা হয়েছে জানানোর পর বুধবার জামালপুর থেকে বোনসহ মাহফুজাকে গ্রেপ্তার করে র্যাব।