ঢাকায় শুক্রবার গণমিছিল করবে বিএনপি
সরকার পতনের একদফা দাবি আদায়ে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।
আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘এটি একদফা আন্দোলনের কর্মসূচি। আশা করি, আমাদের এ কর্মসূচি পালনে প্রশাসন কোনো বাধা দেবে না।’