কেন বিশ্বকাপে ভারতকে পিছিয়ে রাখলেন যুবরাজ?
লং অনের ওপর দিয়ে ধোনির সেই আইকনিক শটে ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল ভারত। ঘরের মাটিতে জিতেছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। সেই সাফল্যের পর এক যুগ পেরিয়ে গেলেও আর শিরোপার দেখা পায়নি টিম ইন্ডিয়া। ফের ভারতের মাটিতে বিশ্বকাপ। এবারও কি সেই ২০১১ এর পুনরাবৃত্তি হবে, নাকি আক্ষেপ আরও বাড়বে। এমন প্রশ্নের উত্তরে ভারতকে নিয়ে খুব একটা প্রত্যাশা নেই সাবেক ক্রিকেটার যুবরাজ সিংহয়ের।
গতকাল বুধবার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন জানানো হয়, সম্প্রতি ক্রিকেট বাসু নামের একটি অনলাইন প্লাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ের ব্যাপারে নিজের ভাবনা জানান যুবরাজ।
ওই সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে যুবরাজ বলেন,‘আমি চাইলে দেশপ্রেমিকদের মতো করে বলতে পারি, ভারতই বিশ্বকাপ জিতবে। তবে আমি যেহেতু একজন ক্রিকেটার ছিলাম। আমি বাস্তববাদী হয়ে বলতে চাই, আমি ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারে মোটেও নিশ্চিত নই। এর অবশ্য বেশ কিছু কারণও আছে। যার মধ্যে অন্যতম একাধিক ক্রিকেটারের চোটের কারণে দলের বাহিরে থাকা। আপনি যদি দেখেন পন্থ, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা চোটের কারণে খেলতে পারছে না। মিডলঅর্ডারে কে খেলবে, সেটা নিয়ে তো একটা দুশ্চিন্তা আছেই।’
তিনি আরও যোগ করেন,‘সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে দুর্দান্ত করছে, তবে ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেনি। তাই তার ওপর ভরসা করাটাও কঠিন। আসলে আমাদের ওপেনাররা আউট হয়ে গেলে মিডলঅর্ডারে দায়িত্ব নেওয়ার মত কেউ নেই। এখানে অভিজ্ঞ কাউকে প্রয়োজন, যে দায়িত্ব নিয়ে খেলতে পারে।’