কেন পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে রান করতে পারবেন না হৃদয়?
প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছেন তাওহিদ হৃদয়। প্রথম যাত্রাতেই বাজিমাত। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে দুর্দান্ত এক ফিফটি দিয়ে শুরু করেছেন আসর। ধারাবাহিকতা বজায় রেখেছেন নিজের পরবর্তী ম্যাচগুলোতে। ৬ ম্যাচে করেছেন ১৫৫ রান। স্ট্রাইক রেট যথেষ্ট ভালো, ১৩৫.৯৬। অর্ধশতক আছে একটি। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
কিন্তু, আসর শেষ না করেই বাংলাদেশে ফিরে আসতে হলো হৃদয়কে। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে গত ৮ আগস্ট থেকে। ক্যাম্পে যোগ দিতে চলে আসতে হয়েছে হৃদয়কে। আসার আগে ভিনদেশে মন জয় করে এসেছেন সবার।
হৃদয়কে বিদায় জানানোর আগে ড্রেসিংরুমে সবার সামনে তার প্রশংসা করেন জাফনা কিংসের কোচ থিলানা কান্দাম্বি। যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। হৃদয়ের প্রশংসা করে কান্দাম্বি বলেন, ‘তোমার জন্য অনেক শুভকামনা। আগামীতে তুমি আরও ভালো খেলবে। আরও বেশি রান করবে।’
এ সময় মজা করে সাবেক এই লঙ্কান ক্রিকেটার বলে ওঠেন, ‘অনেক রান করো তবে শ্রীলঙ্কার বিপক্ষে নয়।’
পাশেই উপস্থিত ছিলেন জাফনায় হৃদয়ের সতীর্থ পাকিস্তানি তারকা শোয়েব মালিক। কান্দাম্বির কথায় শোয়েবও বলে ওঠেন, ‘পাকিস্তানের বিপক্ষেও রান করা যাবে না।’
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোতেই বাংলাদেশ এ দুদলকে পাবে। এশিয়া কাপে অঘটন না ঘটলে বাংলাদেশ সুপার ফোরে উঠলেই পাকিস্তান-শ্রীলঙ্কা উভয় দলের মুখোমুখি হবে। হৃদয়ের বর্তমান ফর্ম দেখে তাই মজা করে কথাগুলো বললেও হয়তো মনে মনে শোয়েব ও কান্দাম্বির এটাই চাওয়া, হৃদয় যেন তাদের দেশের সঙ্গে ভালো না করে।