সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ ১০ আসনও পাবে না : সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। আজ শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলপূর্ব সমাবেশে মুহাম্মদ সাইদুর রহমান আরও বলেন, ‘এই আওয়ামী অবৈধ সরকার বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণের ভোটাধিকারের প্রতি এবারও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছে। কিন্তু, জনগণকে এবার আর হাইকোর্ট দেখানো যাবে না। দেশের সমগ্র জনগণ তাদের ন্যায্য ভোটাধিকারের দাবিতে আজ ঐক্যবদ্ধ। তারা এই সরকারের পতন ঘটিয়েই ছাড়বে।’
সাইদুর রহমান বলেন, ‘জনগণ সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।’
বিক্ষোভ মিছিলপূর্ব উক্ত সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, আসাদুল হক ওহিদুল, অ্যাডভোকেট আলম খান ও অধ্যক্ষ ওমর ফারুকসহ আরও অনেকে।