যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১৩৪ জনের বেশি আত্মহত্যা : সিডিসি
যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা বেড়েই চলছে। শুধুমাত্র ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ মার্কিনি আত্মহত্যা করেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর মানে, দেশটিতে প্রতিদিনি গড়ে আত্মহত্যা করে ১৩৪ দশমিক ৪৭ জনের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যের বরাতে আজ শুক্রবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজির।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার আত্মহত্যার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)। ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে আত্মহত্যার বিষয়টি নৈমিত্তিক ব্যাপারে গিয়ে ঠেকেছে। হরহামেশায় আত্মহত্যা করছে মানুষজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোনো সময়ের চেয়ে গত বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে।
এর আগে, ১৯৪১ সালে সবচেয়ে মানুষ আত্মহত্যা করেছিল। ওই বছরে ৪৮ হাজার ৩০০ মার্কিনি আত্মহত্যা করে। ওই হিসেবে প্রতিদিন গড়ে ১৪ দশমিক দুই শতাংশ করে মার্কিনি আত্মহত্যা করেছে।
২০০০ সালের পর থেকে শুরু হয়ে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্রমান্বয়ে আত্মহত্যাকারীর সংখ্যা বাড়ে। তবে, ২০১৯ সালে এ সংখ্যা কমে, যা ২০২০ সাল পর্যন্ত ছিল। কিন্তু, ২০২১ সালে অতিমারী করোনার সময়ে এই সংখ্যা চার শতাংশ বেড়ে যায়। আর সিডিসির নতুন তথ্য অনুযায়ী, ২০২১ সালের থেকে আত্মহত্যার সংখ্যা বেড়েছে তিন শতাংশ।
সিডিসির তথ্য মতে, ২০২২ সালে যত মানুষ আত্মহত্যা করেছিল তার মধ্যে পুরুষই ৭৯ শতাংশ। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেকেরা বলেন, ‘প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ৯ জনই মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এর মধ্যে অনেকেই আরেকজনের কাছে সাহায্য চাওয়াটি নিজেদের দুর্বলতা হিসেবে মনে করে।’
যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা বাড়ার জন্য কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মানসিক অবসন্নতা ও মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য কম পরিষেবা রয়েছে।