যুবদল সভাপতি টুকুর মায়ের ইন্তেকাল
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১২ আগস্ট) রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এসময় তার বয়স হয়েছিল নব্বই বছর।
সালমা খাতুন আট ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে তার দাফন অনুষ্ঠিত হয়।
সালমা খাতুনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।