আপনার জিজ্ঞাসা
মানুষ মারা গেলে মাইকে জানানো যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শ কের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৫২তম পর্বে একজন জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকে জানানো যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
মানুষ মারা গেলে মাইকে জানানো যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার মৃত্যুর সংবাদ পৌঁছানো না জায়েজ কিছু নয়। মৃত্যুর সংবাদ পৌঁছানো যাবে। তবে, মাইকে মৃত্যুর সংবাদ বলে ব্যাপকভাবে প্রচার করার বিষয়টি বিতর্কিত। এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কারণ, মৃত্যুর সংবাদ ব্যাপকভাবে প্রচার করা মসিবত। ব্যাপকভাবে প্রচারণা নিয়ে রাসুল (সা.) এর নিষেধাজ্ঞা আছে। নিষেধ আসার কারণে লোকদের কাছে সংবাদ পৌঁছে দেবেন। তবে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার কাজ করা লাগবে না। আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে বেদআত ছড়িয়ে আছে। এইগুলো ঠিক নয়।