বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের অবস্থা আফগানিস্তানের মতো হবে : পরিবেশমন্ত্রী
চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট না দিলে দেশ জঙ্গি ও সন্ত্রাসবাদীদের আস্তানায় পরিণত হবে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের অবস্থা ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো হবে।’
আজ রোববার (১৩ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ধর্মের উন্নয়নে কাজ করছে। মাদ্রাসায় অবকাঠামো নির্মাণ করছে। মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়িয়েছে। বিরোধীরা ধর্মকে পুজি করে রাজনীতি করে। কিন্তু আওয়ামী লীগ কখনও ধর্ম নিয়ে রাজনীতি করে না।’
পরিবেশমন্ত্রী বলেন, ‘যদি দেশের উন্নতির দরকার হয়, স্কুলের দরকার হয়, মাদ্রাসার দরকার হয়, সব কিছু করে দেবে শেখ হাসিনা। সব কিছু করে দেবে আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মতো শিক্ষার মানের উন্নয়নেও কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।’