আরব কাপ জিতে যে বার্তা দিলেন রোনালদো
ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমে জিততে পারেননি কোনো শিরোপা। পুর্তগালের এই স্ট্রাইকারের ব্যক্তিগত পারফর্ম্যান্স ভালো থাকলেও দলগত অর্জন ছিল শূন্য। নতুন মৌসুম শুরুর আগে জাপানে প্রাক-মৌসুম প্রস্তুতিতে গিয়ে রোনালদো বলেছিলেন, আল-নাসেরের হয়ে আসন্ন মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিততে চান তিনি।
গত ২৪ জুলাই জাপানে এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমরা সব শিরোপা জিততে চাই। জানি, এটা খুবই কঠিন। কিন্তু, আমার মনে হয় আমাদের দারুণ একটা দল আছে। নতুন কোচ, নতুন খেলোয়াড় সবার লক্ষ্য একই থাকবে। সেটি নতুন মৌসুমে অনেক শিরোপা জেতা। মৌসুম শুরুর অপেক্ষায় আছি আমরা।’
মৌসুমের শুরুতেই আল-নাসেরকে আরব কাপের শিরোপা জিতিয়ে অন্তত কিছুটা হলেও কথা রেখেছেন রোনালদো। শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে সিআরসেভেনের জোড়া গোলে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আল নাসের। এর আগে কখনও প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি আল-নাসের। ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার জিতেছেন রোনালদো।
ম্যাচ শেষে আজ রোববার (১৩ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোনালদো নিজের অনুভূতি ভাগাভাগি করে লেখেন, ‘দলকে প্রথমবার এই গুরুত্বপূর্ণ শিরোপা জেতাতে পেরে ভীষণভাবে গর্বিত আমি। ক্লাবের যারা এই অর্জনের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার পরিবার ও বন্ধুদের, যারা সবসময় আমার পাশে থেকেছে। আমাদের ভক্তরা দারুণ সমর্থন করেছে। এই শিরোপা তাদেরও।’