মিস এভারগ্রিন বাংলাদেশ প্রতিযোগিতার নিবন্ধন শুরু
শিগগিরই শুরু হচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ প্রতিযোগিতা। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তরুণীরা এতে অংশ নিতে পারবেন। যদিও রয়েছে বয়সের সীমাবদ্ধতা। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধন করা যাবে বিনামূল্যে। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।
আয়োজক সংস্থা জানিয়েছে, বাংলাদেশের ১৮ থেকে ২৫ বছরের অবিবাহিত তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে, তার উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিংবা ও-লেভেল পাস হতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ফেইসবুক লিংক www.facebook.com/missevergreenbd।
প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার মেসবাহ্-উল-আলম সাজু বলেন, ‘আমরা নতুন কিছু করার চিন্তা করছি। সে লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। আশা করি, এর মাধ্যমে নতুন মুখ অন্বেষণ করতে পারব, যারা দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।’