মার্কিন কংগ্রেসম্যানরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেনি : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলনি।' তিনি আরও বলেছেন, নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না। বিএনপি নির্বাচনে না এলেও বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। অনেকদল আছে নির্বাচনে আসবে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
আজ সোমবার (১৪ আগস্ট) বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণার শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেনি। নো কেয়ারটেকার গভর্নমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন।’
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। ফখরুল সাহেব দিবা স্বপ্ন দেখেন। এই দিবা স্বপ্নে কিছু হবে না। এর আগেও তারা ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবা স্বপ্ন দেখেছেন।’
‘নিশ্চিত থাকুন পরিবর্তন আসছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে হাওয়া থেকে পাওয়া দিবাস্বপ্ন হিসেবেও আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে তাদের (বিএনপির) পার্থক্য হলো, আমরা নাম দিই সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। তারা নাম দেয় মহাসমাবেশ, হয় সমাবেশ। এটাই পার্থক্য। আমাদের ম্যাসেজ একটাই। কেয়ারটেকার ইজ নো মোর। নো কেয়ারটেকার। প্রাইম মিনিস্টার রেজিগনেশন, নো। এগুলো পরিবর্তনের সুযোগ নেই।’