চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছাতে বাকি আরও ১৭৭ কিমি
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-কে চাঁদে পৌঁছতে আরও ১৭৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আজ সোমবার (১৪ আগস্ট) পৃথিবীর উপগ্রহের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে এই মহাকাশযান।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরো সফলভাবে তার কক্ষপথ পরিবর্তন করিয়েছে। টুইট করে ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩-এর আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে চন্দ্রযান-৩ ১৫০ কিমি X ১৭৭ কি.মি কক্ষপথে রয়েছে। চাঁদের টানে ওই কক্ষপথে থেকে চাঁদের চারপাশে পাক খাচ্ছে। আগামী ১৬ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে পরবর্তী কক্ষপথ পরিবর্তিত হবে। এখনও দুইটি কক্ষপথ পেরোনো বাকি রয়েছে। এরপর চন্দ্রযান-৩ ১৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছাবে। তারপরে তার শেষ গন্তব্য চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরের কক্ষপথ। সেখান থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের মহাকাশযান।
গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে ‘চন্দ্রযান-৩’-এর সফল উৎক্ষেপণ হয়েছিল। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে।এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল মহাকাশযানটি। সেখানেও পাঁচবার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে এই যানটির।
চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর জন্য ইসরোর অভিযানগুলোর মধ্যে এটি তৃতীয়। এর আগে দুইবার ইসরোর অভিযান ব্যর্থ হয়েছে। আগামী ২৩ আগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে ‘পাখির পালকের মতো অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা রয়েছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।
চার বছর আগে একই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। এই অভিযান যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ পাবে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসেবে মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত। সেইসঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার কোনও দেশ পা রাখবে। ওই অংশটি এখনও অনাবিষ্কৃত।