প্রেমের পরিণতিই কি এই মৃত্যু
প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। তারই পরিণতি ঠেকে মৃত্যুতে। জীবন দিয়ে যেন প্রেমের হৃদয় বিদারক গল্প লিখে গেলেন প্রেমিক যুগল। এমন ঘটনা ঘটেছে নওগাঁর মান্দায়। আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, তুলসীরামপুরের আরিফ হোসেন (২২) ও জনি আক্তার (১৭) একে অপরকে ভালোবাসতেন। আরিফ ডিগ্রিতে এবং জনি আক্তার উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তাদের পরিবার জানতে পেরে বাধা হয়ে দাঁড়ায়। পরে তাঁরা বিয়ে করতে চাইলেও বিয়ে দিতে রাজি হয়নি কেউ।
এরপর গতকাল রোববার রাতে প্রতিবেশীর বিয়েতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আরিফ হোসেন ও জনি আক্তার। রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন তাদের আর খুঁজে পায়নি। পরে আজ সোমবার সকালে তাদের বাড়ির আধা কিলোমিটার দূরে একটি ইউক্যালিপ্টাসের বাগানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, নিহত প্রেমিক যুগলের পাশে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও কোমলপানীয় বোতল পাওয়া গেছে। পরিবার ও স্থানীয় সূত্রের খবরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণেই দুজনে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মান্দা থানায় পৃথক দুটি ইউডি মামলা করা হয়েছে।