আসনে যদি থাকতে চান, অতিকথন বন্ধ করা উচিত
সুরেন্দ্র কুমার সিনহার প্রধান বিচারপতি পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন দুজন মন্ত্রী। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলেও এক মন্ত্রী পরামর্শ দিয়েছেন।
একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানিয়েছেন দুই মন্ত্রী।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির বিলিয়া সেন্টারে ঘাতক দালাল নির্মূল কমিটির এক বৈঠকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) যে কথা বলেছেন এ কথা থেকে তিনি বেরুতে পারবেন না। আসামীকে হয় তিনি খালাস দিবেন, না হয় সাজা কমিয়ে দেবেন, নইলে মামলা পুনর্বিচারে পাঠাবেন, ৩টার একটা তাঁরা করবেন। মৃত্যুদণ্ড বহাল রাখার আর কোনো উপায় নেই তাঁর।’
খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘যে কথাটা তিনি (প্রধান বিচারপতি) বলে ফেলেছেন, এত অতিকথন আমরা গত ৪৫ বছরে কোনো বিচারপতিকে দেখি নাই। প্রধান বিচারপতির আসনে যদি থাকতে চান, তাহলে এটা বন্ধ করা উচিত। আর না হয় সরকারের বিকল্প চিন্তাভাবনা করা উচিত।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ প্রধান বিচারপতি মহোদয় যদি ওপেন কোর্টে এ ধরনের মন্তব্য করেন, হয় সেটা প্রত্যাহার করে নিন, নয়তো তিনি এটা মনে করলে প্রধান বিচারকের আসনে আসীন থাকার সুযোগ কতটুকু থাকে, তা বিচারের ভার তাঁর ওপরই আমরা রাখতে চাই।’