এসিড নিক্ষেপকারীদের বিচার দ্রুত কার্যকর হবে : মেহের আফরোজ চুমকি
এসিড নিক্ষেপকারীদের বিচার দ্রুত কার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আজ শনিবার সকালে জাতীয় শিশু একাডেমিতে এসিড সারভাইভরসদের জাতীয় সম্মেলন, ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের সাধারণ মানুষের মতো এসিডদগ্ধদেরও এগিয়ে যেতে হবে।
এসিড নিক্ষেপকারীরা সমাজে সবচেয়ে বড় সন্ত্রাস করছেন মন্তব্য করে অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান বলেন, যে যার অবস্থান থেকে এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এ জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসিড সারভাইভরস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের ৫০টি জেলার কয়েকশ এসিডদগ্ধ মানুষ অংশ নেন।