সৌদিতে ২৫ বেডরুমের রাজপ্রাসাদ পাচ্ছেন নেইমার!
ফরাসি ক্লাব পিএসজিতে ছয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে সম্প্রতি নেইমার যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালে। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে চেয়েও পায়নি। তবে, শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার হ্যাঁ বলেছেন।
৯০ মিলিয়ন ইউরোতে আল-হিলালে যোগ দেওয়া নেইমারকে পেয়ে উল্লাসে যেন মাতোয়ারা ক্লাবটি। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেওয়া নেইমারকে যেসব সুযোগ সুবিধা দিতে চলেছে আল-হিলাল, তার বিবরণ শুনলে যে কারও চোখ কপালে উঠবে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ট্রান্সফার নিউজ লাইভ।
এই দুই বছরে সৌদিতে থাকার জন্য নেইমারকে নাকি রীতিমতো রাজপ্রাসাদ দিচ্ছে আল-হিলাল। যেখানে থাকছে ২৫টি বেডরুম। আছে ৪০*১০ মিটারের সুইমিংপুল এবং তিনটি স্টিমবাথ। দেখভালের দায়িত্বে পাঁচজন কর্মচারী ২৪ ঘণ্টা থাকবে বাড়িতে।
দেওয়া হবে আধুনিক মডেলের তিনটি গাড়ি। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ও একটি ল্যাম্বরগিনি হুরাকেন! সঙ্গে ২৪ ঘণ্টার জন্য চালক তো থাকছেনই। এ ছাড়া, তাকে দেওয়া হবে একটি ব্যক্তিগত বিমান।
ছুটিতে থাকাকালীন ব্রাজিল ভ্রমণের যাবতীয় খরচ, রেস্টুরেন্ট বিল, হোটেলে থাকার সবকিছুর ব্যয়ভার বহন করবে আল-হিলাল কর্তৃপক্ষ।
এ ছাড়া আল-হিলালে থাকাকালীন নেইমার যদি সৌদি আরবকে প্রমোট করেন কোনো পোস্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেন, তাহলে পোস্ট প্রতি তাকে দেওয়া হবে পাঁচ লাখ ইউরো।