উয়েফার বর্ষসেরা ফুটবলারের শীর্ষ তিনে যারা
২০২২-২৩ মৌসুমে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের শীর্ষ তিনের নাম ঘোষণা করেছে উয়েফা। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা। সেখানে সেরা তিন পুরুষ ফুটবলারের নাম জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ৩১ আগস্ট মোনাকোয় ২০২৩-২৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে জানানো হবে চূড়ান্ত বিজয়ীর নাম।
তালিকায় থাকা তিনজন ফুটবলার হলেন—লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড ও কেভিন ডি ব্রুইন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি বর্তমানে ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও গত মৌসুমে ছিলেন পিএসজিতে। তালিকার বাকি দুজন নরওয়ের হল্যান্ড ও বেলজিয়ামের ডি ব্রইন খেলছেন ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটিতে।
গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজির জার্সিতে ৪১ ম্যাচে ২১ গোল করেছিলেন মেসি। পিএসজি ইউরোপের ক্লাব হওয়াতে তালিকায় আছেন ক্ষুদে জাদুকর।
ম্যানসিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন হল্যান্ড ও ডি ব্রইন। সিটির জার্সিতে গত মৌসুমে হল্যান্ডের অবদান ৫৩ ম্যাচে ৫২ গোল। গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা তিনিই। অন্যদিকে, পেপ গার্দিওলার দলের মাঝমাঠের মূল কাণ্ডারি ছিলেন ডি ব্রুইন।
নারী ফুটবলের সেরা তিনের নাম আগামী সপ্তাহে ঘোষণা করবে উয়েফা।