আপনার জিজ্ঞাসা
সূর্য উদয়ের কতক্ষণ পর সালাতুল দোহা পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৫২তম পর্বে কামরুন নাহার জানতে চেয়েছেন, সূর্য উদয়ের কতক্ষণ পর সালাতুল দোহা পড়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সূর্য উদয়ের কতক্ষণ পর সালাতুল দোহা পড়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনি সালাতুল দোহা পড়ার সঠিক সময় নিয়ে জানতে চেয়েছেন। সূর্য উদয়ের ১২ থেকে ১৪ মিনিট পর আপনি সালাতুল দোহা আদায় করতে পারেন। এই সময় থেকে শুরু করে আপনি সূর্য উতপ্ত হওয়া পর্যন্ত পড়তে পারবেন। বালি যখন গরম হবে তখনও বিলম্বিত করতে পারেন। এটা বিলম্বে আদায় করার নিয়ম। কিন্তু সূর্য ওঠার ১৪ মিনিট পর থেকে পড়াটাই সঠিক সময়।