জমকালো আয়োজনে নেইমারকে বরণ করল আল-হিলাল
আল-হিলালের দ্য ব্লু জুয়েল স্টেডিয়াম সেজেছে পুরো নীল সাজে। যেন উৎসবের রং নীল। উপলক্ষ, সৌদি ক্লাব আল-হিলালের সবচেয়ে বড় তারকা নেইমারকে বরণ করে নেওয়া। শনিবার (১৯ আগস্ট) জমকালো আয়োজনে নেইমারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল।
চলতি দুই বছরের চুক্তিতে ৯০ মিলিয়ন ইউরোতে আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার। মাঠ ও মাঠের বাইরে ক্লাবের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমারকে যতরকম সুযোগ-সুবিধা দেওয়া যায়, দেবে প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
নেইমারের পাশাপাশি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো ও মিত্রোভিচকেও চলতি মৌসুমে দলে ভিড়িয়েছে তারা। সবাইকেই আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে কাল। তবে, মূল আকর্ষণ ছিলেন নেইমার।
জমকালো সেই অনুষ্ঠানে নেইমারকে মাঠে উপস্থানের আগে আকাশে আলোর খেলায় ফিফায় তার বর্তমান অবস্থান এবং তার অবয়ব ফুটিয়ে তোলা হয়। নেইমার মাঠে আসার পর আরেক দফা আকাশে লেখা ওঠে—‘নেইমার ইজ ব্লু।’ পাশে আল-হিলালের লোগো। ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।
৯০ মিলিয়ন ইউরোতে আল-হিলালে যোগ দেওয়া নেইমারকে পেয়ে উল্লাসে মাতোয়ারা ক্লাবটি। নেইমারকে নানাবিধ সুযোগ সুবিধা দিতে চলেছে আল-হিলাল, তার বিবরণ শুনলে যে কারও চোখ কপালে উঠবে। এ ছাড়া আল-হিলালে থাকাকালীন নেইমার যদি সৌদি আরবকে প্রমোট করেন কোনো পোস্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেন, তাহলে পোস্ট প্রতি তাকে দেওয়া হবে পাঁচ লাখ ইউরো।