নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বিএনপির বিক্ষোভ
দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীতে বিক্ষোভ ঢাকা মহানগর বিএনপি। থানা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম আজ রোববার (২০ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সালাম বলেন, ‘আজকে সারা দেশে ভীতি সঞ্চার করা হচ্ছে। কেউ কথা বলতে পারবে না। সবাই ভয় ও আতঙ্কের মধ্যে আছে। এসব কারণে মানুষের মধ্যে আজ হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি, সকল অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। দেশটা কী মগেরমুলুকে পরিণত হয়েছে। সরকারকে পদত্যাগ করতেই হবে। এর কোনো বিকল্প পথ সরকারের খোলা নেই।’
সালাম বলেন, ‘যেখানে মামলা হলে কোর্টে হাজির হই, তবে কেন আতঙ্ক ছরানো হচ্ছে। বিএনপির অধিকাংশ নেতারা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল?’ তিনি বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র, আইনের শাসন আছে? থাকলে মজনু, রবিনসহ বিরোধী নেতারা জেলে থাকত না। জেল থেকে মুক্তি পেলে আবার কারাগারের গেটে আটক করা হচ্ছে। আজকে প্রশ্ন এসেছে—আমরা কি বেঁচে থাকতে পারব? আজকে যিনি আওয়ামী লীগ প্রধান, তিনি সরকার প্রধান। তিনি যে ভাষায় কথা বলেন, সেটা তিনি কোন পদে থেকে কথা বলছেন?’
আব্দুস সালাম বলেন, ‘আজকে কী কারণে রবিনকে ঘেরাও করে আটক করা হলো? এর জবাব কে দেবে? আজকে রাষ্ট্রের সাংবিধানিক ও রাষ্ট্রীয় পদে কর্মকর্তারা যে ভাষায় এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ছবক দেন, তারা কি স্বাভাবিক মানুষ? এরচেয়ে ভালো, বলে দিন, বিএনপি এদেশে রাজনীতি করতে পারবে না। যারা জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্র সেবার শপথ নিয়েছেন তারাও আওয়ামী ভাষায় কথা বলছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ।