এনবিআর কর্মকর্তাকে অপহরণের ঘটনায় দুজন রিমান্ডে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের ঘটনার মামলায় দুই আসামির একদিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরেক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মামলার প্রধান আসামি ভুক্তভোগীর সাবেক ড্রাইভার মাসুদ ও তার সহযোগী আব্দুল জলিল। আর কারাগারে পাঠানো আসামি হলেন, হাফিজ ওরফে শাহিন।
এদিন আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক একদিন করে রিমান্ডের আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (জিআরও) নিজাম উদ্দিন ফকির।
নথি থেকে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে ওই কর কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করা হয়। মামলার প্রধান আসামি করা হয় মো. মাসুদ নামে এক ব্যক্তিকে। এর আগে মাসুদ ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। সম্প্রতি তাকে চাকরিচ্যুত করা হয়।