পিএফএর বর্ষসেরা ফুটবলার হালান্ড
ব্যাপারটা অনুমিতই ছিল। গত মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে একচ্ছত্র আধিপত্য করেছিলেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন নরওয়ের এই ফুটবলার। স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (২৯ আগস্ট) পিএফএর বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও উঠল হালান্ডের হাতেই।
ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশনের (পিএফএ) এই পুরস্কারটার বেশ মর্যাদার ইংলিশ লিগে খেলা ফুটবলারদের কাছে। এবার ছিল এই পুরস্কার প্রদানের ৫০তম বছর। বিশেষ উপলক্ষের রাতটা হয়ে রইল হালান্ডময়।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানসিটি। ১৯৯৯ সালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় কোনো ইংলিশ ক্লাব হিসেবে এই ট্রেবল জিতেছে সিটি। সেখানে হালান্ডের অবদান ৫৩ ম্যাচে ৫২ গোল। প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৩৬ গোল করে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি আট গোলে সহায়তা। এফএ কাপ জয়ে অবদান রেখেছেন চার ম্যাচে তিন গোল করে।
এ ছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ১২ গোল করে সবার শীর্ষে। সবমিলিয়ে, গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনিই।
পুরস্কার পেয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হালান্ড লেখেন, ‘পুরস্কার পাওয়া সত্যিই সম্মানের। পিএফএকে ধন্যবাদ।’