আপনার জিজ্ঞাসা
অনুমতি ছাড়া অফিসের কিছু নিয়ে পরে ছদকা দিলে হক আদায় হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৩তম পর্বে মোস্তাক আহমেদ জানতে চেয়েছেন, অনুমতি ছাড়া অফিসের কিছু নিয়ে পরে ছদকা দিলে হক আদায় হবে কি না! অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : অনুমতি ছাড়া অফিসের ছোটখাটো কিছু নিয়ে পরে ছদকা দিলে হক আদায় হবে কি? মালিকের পক্ষ হয়ে সদকা দেওয়া যাবে কি না?
উত্তর : ধন্যবাদ আপনাকে। অনুমতি ছাড়া অফিসের কিছু নিয়ে আপনি পরে মালিকের পক্ষ হয়ে সদকা দিলে সেটা কখনই আদায় হবে না। ইচ্ছাকৃত ভাবে নিলে কেন হবে? আপনি চুরি করে নিয়ে যাবেন, পরে আবার ছদকা করবেন তা তো হবে না। যত ছোটখাটো জিনিসই হোক না কেন, এটা অবশ্যই চুরি। ইচ্ছাকৃতভাবে আপনি নিলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। আপনি চুরি করে মালিকের জিনিস নিবেন পরে সেটার ওপর সদকা দিলে কেন হবে! এটা বৈধ নয়। অনেকে মনে করে ছোটখাটো জিনিস ব্যাপার না। এটা কখনও উচিত নয়। এটা গুনাহর কাজ। এটা ঈমান নষ্ট করে দেবে। এটা একই ভাবে মালিক ও আল্লাহর হক নষ্ট করার সমান। কারণ, চুরি করা অপরাধ। চাইলেই আপনি অফিসের জিনিস অনুমতি ছাড়া নিতে পারবেন না। এটা বড় গুনাহ। এটি জঘন্য অপরাধ।