পৌর কাউন্সিলর তুফান পলাতক, বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়ি থেকে ম্যাগাজিন, গুলি, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার (৩০ আগস্ট) সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি, এ সময় পালিয়ে যান তুফান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ও ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, গতকাল রাত ২টায় উপপরিদর্শক (এসআই) (নিরস্ত্র) জয়দেব কুমার বসু, এসআই (নিরস্ত্র) অপু মিত্র, সহকারী উপপরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) সেলিম হোসেন, এএসআই (নিরস্ত্র) নাহিদ নিয়াজ, এএসআই (নিরস্ত্র) জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান চালিয়ে কাউন্সিলর তুফানের বসতঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউন্সিলর এহসান হাবিব তুফান দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ বিষয়ে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। অবৈধ অস্ত্র দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।