ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার সেল গঠন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট প্রচার সেল গঠন করা হয়েছে। এ সেলের অনুমোদন দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সেলের সদস্যরা হলেন—মো. ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, হাজী মোহাম্মদ নাজিম, জামশেদুল আলম শ্যামল, মাহফুজ কবির মুক্তা, আবুল হাসেম, আলমগীর খান লিপু, হুমায়ুন কবির, রবিউল ইসলাম দিপু, ইমতিয়াজ আহমেদ টিপু এবং এ.এইচ.এম. রেজওয়ানুল সাঈদ রোমিও।