বৃষ্টি উপেক্ষা ছাত্রলীগের সমাবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস
বৃষ্টি উপেক্ষা করে চলছে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ। বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও রাত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে আসতে শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। আর বেলা ১২টা থেকে সমাবেশ স্থলে যোগ দেয় অনেকে। এর মধ্যে বৃষ্টি শুরু হলেও স্ব স্ব অবস্থানে দাড়িয়ে মিছিল করতে দেখা যায় নেতাকর্মীদের।
সবার মুখে একই শ্লোগান ‘ঝড়বৃষ্টি আঁধার রাতে আমারা আছি তোমার সাথে,’ ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।’ সমাবেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্ববৃহৎ ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও অফলাইনে চলছে ছাত্রলীগের ব্যাপক প্রচার-প্রচারণা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা রোদে পুড়ব, বৃষ্টিতে ভিজব এবং পিতা হারানো কন্যা, ভাই হারানো বোন, স্বজনহারা দেশরত্ন শেখ হাসিনার জন্য 'জয় বাংলা' বলে লড়াই করার শপথ নেব।’