বিচারকাজ নিয়ে অপবাদ সহ্য করা হবে না : আইনমন্ত্রী
বাংলাদেশে বিচারকাজ হয় না, এমন অপবাদ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। বিচারক যে রায় দেয় তা সবাইকে মেনে নিতে হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আসন্ন নির্বাচনে আবারও শেখ হাসিনাকে জয়জুক্ত করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ। পরে আহনমন্ত্রী ৫২ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি বুঝিয়ে দেন।