মুক্তিযুদ্ধ আর মুদ্রা পাচারের চেতনা এক নয় : গয়েশ্বর চন্দ্র
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা আর মুদ্রা পাচারের চেতনা এক নয়। দুর্নীতিবাজরা শেখ হাসিনাকে ভাগা দেয়। যে কারণে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে যশোর শহরের ভোলাট্যাঙ্ক রোডে শোভাযাত্রাপূর্ব এক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো শক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারবে না । জনগণের সামনে মাথানত করতেই হবে।
পুলিশকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। প্রতিদিন মার খাওয়া সম্ভব না। যখন জবাব দিব, কাউকে দেখা হবে না।’
গয়েশ্বর আরও বলেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো না। যেকোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। লুটেরা দুর্নীতিবাজরা বিদেশে চিকিৎসা নিতে পারলেও তাঁকে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। তাঁর চিকিৎসার দায়িত্ব সরকারের।
সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।