কারাবন্দি বিএনপিনেতা সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক কারাবন্দি সালাউদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সালাউদ্দিন আহমেদকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।