ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে
এশিয়া কাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রায় সব ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। বিশেষ করে, গ্রুপ পর্বে ভারতের দুটো ম্যাচেই বৃষ্টি হয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংস পর খেলা আর মাঠে গড়ায়নি, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
বৃষ্টির সম্ভাবনা আছে এ ম্যাচেও। ফলে ম্যাচটির জন্য রিজার্ভ ডে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। চলতি এশিয়া কাপে শুধু ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। ফাইনাল ছাড়া কেবল এই ম্যাচেই থাকছে রিজার্ভ ডে।
তবে এসিসি জানিয়েছে, রিজার্ভ ডে রাখা হলেও নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার চেষ্টা থাকবে তাদের। প্রয়োজনে ওভার কমানো হবে। নিতান্ত সম্ভব না হলে পরের দিন নেওয়া হবে ম্যাচ। আবার নতুন করে শূন্য থেকে নয়, আগের দিন যেখানে খেলা শেষ হবে পরদিন সেখান থেকেই শুরু হবে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো। আগামী সপ্তাহের পুরোটাই কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে ৯০ শতাংশ। সে কারণেই এসিসি রিজার্ভ ডে রাখার পরিকল্পনা করেছে।